হু, রচনাই বটে। এ গরুর রচনা নয়, পোসেনজিতের কোমর জড়িয়ে ধরে নাচা রচনা বেনাজ্জিও নয়।তার মানে এতে মাংস কম, তাই আদতে মালটা ফালতু।
তবু লেখালিখি আছে, স্রেফ বাজারের ফর্দের মত। সার্ফ এক্সেল কিছুতেই সেটা ধুয়ে সাফ করতে পারছে না। দিনে লিখি, দিন গেলে লিখি, সামনে দিয়ে মেয়ে গেলেও লিখি। কাজেই এটা লেখা জন্ম, বাড়তি চাপ নিতে পারছি না। মানে মাথা ব্যথা।কি নয়ে লিখব বা লিখে কি করব, সে নিয়েও ভাবনা নেই। সবই ফুলটাস ব্লগ। বাপের পয়সায় কোকাকোলা খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু অন্যের পেছন মেরে কোকাকোলা খাই, তাতে এটা-সেটা মিশিয়েও।তার পর বেজায় ফুর্তি হয়ে রাত্তিরে এদিক-ষেদিক ঘুরি। তখন লেখা হয় না। মাথায়ই আসে না। তখন কোন দিন ঝগড়া করি। যা নিজেও ভাল করে বুঝি না, যে খটমট তত্ব নিজে ভাল বুঝি না বা তাই নিয়ে হ্যাজাতে পাছন্দ করি না, সেগুলো প্রিয় হয়ে যায়, হ্যাজাই। চ্যাচাই। মারপিটও করি বলে শুনেছি, কটুক্তিতে দেশ উদ্ধার। মানে কেসটা সিরিয়াস। তাহলে সিরিয়াস হয়ে গেলে লেখালিখি করার আর প্রশ্ন নেই, তখন কেবল সিরিয়াস।
No comments:
Post a Comment